Posts

গল্প

শীতের সকাল

February 27, 2025

কবির গল্প

19
View

আমাদের জীবনটাও এই আরেকটু ঘুমাতে চাওয়া শীতের সকালের মতনই। দুঃখ, কষ্ট, না পাওয়ার বেদনা আমাদের কম্বলের মতো মুড়ে রাখে প্রতিদিন। আর তাতে যখন একটু খুশির ঝলক আসে, তখন আমাদের বুকের ভেতর মরুভুমি চিরে বইতে থাকে সুখের চোরাস্রোত। সে সুখকে অবহেলা করার ক্ষমতা যেমন আমাদের নেই, তেমনি কষ্টগুলো কে মর্যাদা না দেওয়ার বিলাসিতাও নেই আমাদের। কিন্তু কেও কেও এই কষ্টগুলোকে অতি যত্নের সঙ্গে সাজিয়ে বুকের মধ্যে গগনচুম্বি পাহাড় তৈরী করে ফেলে। সেই পাহাড় অতিক্রম করে,না তো কেও তার কাছে পৌঁছাতে পারে, না সে কারোর বুকে উষ্ণতা খোঁজার অবকাশ পায়। পরে থাকে শুধু কঠিন, নিশ্চল, নির্জীব পাথরের টুকরো। বুকে জমে থাকা কষ্ট কে ভুলে যাওয়ার চেষ্টা সে করেনা, হয়তো তা সম্ভব নয়। তার চেয়ে বরং ব্যাথা, কষ্ট গুলো কে আঁকড়ে ধরে, তাদেরকে পাথেয় করে, স্বীকার করে এগিয়ে যাও। হয়তো কোনো এক একলা ছাদের কার্নিশের এক কোনে কোনো এক উজ্জ্বল সিঁদুরের মতো লাল উষ্ণ রোদ স্বপ্ন দেখছে
তোমারই অপেক্ষায়।
 

Comments

    Please login to post comment. Login

  • Master AK 1 week ago

    সুন্দর হয়েছে