আমি একদিন পাখি হব কিংবা প্রজাপতি আবার ফুল হলেও মন্দ হয় না । সেই একদিন কবে আসবে কে জানে! তবে মনে হয় না বাস্তবে এসব হওয়া সম্ভব হবে।এসব কল্পন্নাতেই সুন্দর। বাস্তব যে বড্ড কঠিন।বাস্তব যে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি কে।।আমি তো সেই একজন বিবেকহীন প্রাণী। আমার পাখি,প্রজাপতি কিংবা ফুল হওয়া মানায় না।তারা তো পবিত্র আর আমি যে এই সমাজের যাতাকলে পিষ্ট এক মানুষ নামক পিচাশ যার একবারও হাত কাপে না নিজের আপনজনকে খুন করতে,দাঙ্গা বাঁধাতে।আমরা মানুষ এমন কেন এর উত্তর খুঁজে পেলে হয়ত আমিও ফুল,প্রজাপতি কিংবা পাখির মতো পবিত্র হতে পারতাম
17
View