তুমি আমি একই নিয়মে বাধা| তবে এ বাধা সেই বাধা নয় ,এ যেনো মনের অজান্তেই কোনো একখানে কোনো এক পাশে তুমি আমি কোনো এক প্রকৃতির এপাশ ও পাশ |তবে মিলন যেনো প্রকৃতি প্রেমি আমি কেনো নয় ,আমি ও তো একই সুতায় কোনো এক মনের কোনো আকা ছবির প্রতিক্ষায় |তবে এ যেনো মানুষ নয় ,যে বলে তারে বোঝাই |এযে তোমার আমার প্রকৃতি |এযেনো মৃদু বাতাসে মনের অজান্তেই পড়ে যাই প্রকৃতির প্রেম|তয় এ প্রেম সে প্রেম নয় ,এ যে জন্ম-জন্মমতোরের প্রেম ,এযেনো বিধাতার দেওয়া জীবনে এক অফুরন্ত প্রেম |আমি পড়েছি সেই প্রমে ,তবে এযোনো মানুষ নয় তবে সে তার নিয়মেই ছুটে চলেছে তার ভালোবাসায় |তুমি আমি পড়েছি প্রকৃতির প্রেমে, চলো দুজনে হারিয়ে যাই প্রকৃতির ভালোবাসায়
Comments
-
Akhi aktar
9 months ago
পড়ে ভালো লাগলে অবশ্যই বলবেন😊😊