একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত ৪টি গুণীজন স্মৃতি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এবারের বইমেলায় প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে 'বাতিঘর'। এছাড়া এক ইউনিটের স্টল হিসেবে মাকতাবাতুল ইসলাম এবং দুই ও চার ইউনিটের স্টল হিসেবে গ্রন্থিক প্রকাশনও এই পুরস্কার পাচ্ছে।
প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার। ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হবে।
রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে কাকাতুয়াকে। গুণমান বিচারে সবচেয়ে বেশি শিশুতোষ বই প্রকাশের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এবারের মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে আমিনুল ইসলাম ভুইয়ার লেখা ‘প্লেটো জীবন ও দর্শন’ বইয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাঠক সমাবেশ’, বদরুদ্দোজা হারুনের লেখা ‘ভাষাশহিদ আবুল বরকত নেপথ্য-কথা’ বইয়ের জন্য ‘ঐতিহ্য’ এবং সিরাজ সালেকীনের লেখা ‘গোরস্তানের পদ্য স্মৃতি ও জীবনস্বপ্ন’ বইয়ের জন্য ‘কথাপ্রকাশ’। গত বছরের মেলায় গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কারগুলো বিতরণ করা হবে।