স্বপ্নগুলো ধুলো মেখে,
হারিয়ে যায় কালের রেখে।
চেষ্টা যতই করি বারবার,
বিঘ্ন আসে অগণিত ধার।
পথের শেষে অন্ধকার,
আলো খুঁজি বারংবার।
জয়ের গান যে গাইতে চেয়েছি,
পরাজয়ের সুরেই রয়েছি।
হয়তো ব্যর্থ, তবু থামিনি,
বিপদ এলেও পিছু হটিনি।
একদিন দেখবে জগৎ আমার,
এই ব্যর্থতাই গড়বে নতুন স্নিগ্ধ প্রহার।
কারণ হার মানে না প্রকৃতি,
পথ খুঁজে নেয় নদীর গতি।
আমি-ও একদিন হবো জয়ী,
ব্যর্থতার ছাই থেকে উঠব বই।
*কলমে~প্রতিমা রায়*
15
View