Posts

গল্প

ভয়ংকর সেই দিনগুলো৪

February 28, 2025

Ranu Akter

104
View

বিকেলে আমি আর নীল দেখা করলাম ওকে সব ঘটনা খুলে বলার পর ও অবাক হয়ে গেল আমার ঘটনা শুনেও নিজেকে বিশ্বাস করাতে পারছিল না প্রথমে তো বিশ্বাসই করছিল না যে আমার সাথে এগুলো হয়েছে। তারপর ও বুঝতে পারলো আসলে আমি সত্যি কথা বলছি মিথ্যে না নীল আমাকে বলল, একজন ভালো হুজুরের সাথে দেখা করতে এবং আমার সমস্যা গুলো বলতে আমি ওকে বললাম, কাল কখন যে ছুটি নিয়ে পরশুদিন দেখা করব দুদিনের ছুটি নেব তারপর কি হয় দেখা যাবে তারপর আমি বাসায় ফিরে আসি খাবার খাই আর ঘুমিয়ে পরি আমি অনেক ক্লান্ত ছিলাম তাই অনেক ঘুম আসছিল তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম,
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল উঠে দেখি কারেন্ট চলে গেছে ফ্যানটা বন্ধ হয়ে গেছে গরমের ঘুমটা ভেঙ্গে গেছে একটু বিরক্ত লাগছিল কারণ এমনিতেই এত কাজের প্রেসার তার মধ্যে কি যে হচ্ছে আমার সাথে তারপর তো শান্তি মত ঘুমাতেও পারলাম না মাথাটা গরম হয়েছিল পাশের থেকে মোবাইলটা নিলাম কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো দেখছিলাম

Comments

    Please login to post comment. Login