সন্ধ্যা নামে ধীরে, গোধূলি আলোয়,
সূর্যটা ডুবে যায় নদীর ঢেউয়ায়।
আকাশের কোলে লালিমা মেশে,
তেপান্তর মাঠে ছায়ারা খেলায়।
পাখিদের ডাকে ফিরে আসে ঘর,
বাতাসের সুরে গানের ছোঁয়া।
প্রদীপের আলো, অলসতা মাখা,
গাঁয়ের পুকুরে ঢেউয়ের কুয়াশা।
রাস্তায় জল টলমল করে,
জোনাকিরা হাসে ঘাসের ওপরে।
অপরাহ্ন ক্লান্তি মুছে দিয়ে যেন,
রাত্রির চাদরে ঢেকে দেয় ধীরে।
সন্ধ্যা তো আসলে এক ভালোবাসা,
দূর থেকে দেখা এক মায়ার ভাষা।
দিনের ক্লান্তি মিশে যায় যেথায়,
রাতের গল্পে সে নতুন আশা।
*কলমে~কবির গল্প
187
View