বিদায় বৃষ্টির রাতে
ঝরছে বৃষ্টি নিরবে,
স্মৃতির পাতায় ছোঁয়া রেখে,
তোমার ছায়া ভেসে ওঠে
বুকের গহীনে ব্যথা এঁকে।
যে হাত ধরেছিলাম কাল,
আজ সে হাতে নেই উষ্ণতা,
শব্দহীন এক দীর্ঘশ্বাসে
হারিয়ে গেল ভালোবাসা।
রাস্তাগুলো ভিজে গেছে,
আমার মনও টলমল,
তুমি আছো অন্য কোথাও,
আমি রইলাম একাকী বেদনাময়।
বিদায় বৃষ্টি, বিদায় সে রাত,
বিদায় তোমার ছোঁয়া,
ভালো থেকো দূর আকাশে,
আমি থাকি কষ্ট বয়ে।
12
View