Posts

কবিতা

ধোঁকা

February 28, 2025

Boros Marika

123
View

একদিন বলেছিলে, আকাশটা নীল,
তোমার চোখের মতোই স্বচ্ছ আর ধীর।
বলেছিলে, হাতটা ধরো, হারিয়ে যেও না,
আমি আছি, আছি তোমারই জন্য…

কিন্তু আকাশ বদলে গেল এক ঝড়ো রাতে,
নীলটা মুছে, রঙ হলো কালো অন্ধকারে।
তুমি হাত ছাড়িয়ে দিলে, একটুও না ভেবে,
ফেলে গেলে কাঁচের টুকরোর মতো ভাঙা মনে।

শপথগুলো কি তবে কাগজের নৌকা?
ভেসে গেলো বৃষ্টির জলে নিঃশব্দ ধোঁকায়?
ভালোবাসা কি কেবলই ছিল এক ছলনা?
নাকি আমি-ই বোকার মতো ভেবেছিলাম চিরকাল?

Comments

    Please login to post comment. Login