বৃষ্টি ভেজা রাতে, নীরবতা বলে,
গোপন কিছু গল্প, মনে মনে চলে।
জলকাদায় ভিজে, পথ হারিয়ে,
স্মৃতিরা কাঁদে চুপটি করে।
ছিমছাম জানালা, কাঁচে জলছাপ,
বুকের গভীরে জমে থাকা অভাব।
হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলে,
মন বলে, "তুমি কি এলে?"
শিহরণ জাগায় বৃষ্টির ছোঁয়া,
শব্দের সুরে বাজে কত ব্যথা।
ফিরে আসার অপেক্ষায় এখনো,
ভিজে থাকে রাত, আর হৃদয়ের বন্যা।