Posts

গল্প

ভয়ংকর সেই দিনগুলো ৫

February 28, 2025

Ranu Akter

89
View

ডাউনলোড ভিডিও দেখতে দেখতে আর ভালো লাগছিল না ভাবলাম উঠে একটু ফ্রিজটা খুলে দেখি কি আছে খাওয়ার মত ভাবতে ভাবতে ফোনের লাইটটা জ্বালালাম ফোনের লাইটটা জ্বালিয়ে দেখি আমার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকলাম তারপর অবয়ব  আমাকে বলল, আজকে তো শেষ দিন বলে হাসতে থাকলো তারপর আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম তাই এবার জোরে জোরে আয়তুল কুরসি পড়তে থাকলাম তারপর অবয়বটি আস্তে আস্তে চলে গেল ভয় লাগছিল আমার অনেক তাই আমি নীলকে ফোন দিলাম ফোনটাও ধরল না হয়তো চার্জ নেই বা সাইলেন্ট আছে কি করব ভাবতে ভাবতে মনে পড়লো মোবাইলে আয়াতুল কুরসি ও ডাউনলোড করে রেখেছিলাম এবং কুরআন শরীফ তেলাওয়াত তাই আমি করছি ছেড়ে ঘুমিয়ে পড়লাম

সকালে উঠে ফ্রেশ হয়ে একজন হুজুরের সাথে দেখা করতে গেলাম আমাদের এলাকার হুজুর তিনি বললেন, আমার উপর একজন জিন রাগান্বিত হয়েছে।
আমি বললাম, কেন?
হুজুর বললেন, কয়েকদিন আগের কথা আপনি হয়তো একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন 
আমি বললাম, জি আপনি ঠিক বলেছেন। 
হুজুর বললেন, তখন আপনি এখানে দাঁড়িয়ে থাকার কারণে ওদের ডিস্টার্ব হচ্ছিল তাই ওরা আপনার পিছু করেছে এবং এর কারণেই আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে 
আমি বললাম, আমি জানিনা কিন্তু আমার এসব আর ভালো লাগছে না হুজুর আমাকে ভালো করে দিন।
হুজুর বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো প্রতিদিন তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে 
আমি বললাম, ঠিক আছে হুজুর।

তারপর থেকে আমি প্রত্যেকদিন কোরআন শরীফ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং তারপর থেকে আমার সাথে আর কোন অলৌকিক ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ

Comments

    Please login to post comment. Login

  • MAHAFUJ 9 months ago

    সুন্দর লিখেছেন এগিয়ে যান