এবারের একুশে বইমেলায় ৩ হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার একুশে বইমেলার ২৮তম দিন ছিল। এই দিনেই এক মাস ধরে চলা বইমেলার সমাপ্তি ঘটে। এদিন মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৩৫টি নতুন বই এসেছে। ২৮ দিনের এই বইমেলায় মোট ৩ হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হয়েছে।
এদিন মেলা শুরু হয় সকাল ১১ টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ছিল।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিমুল পারভীন ইতি, গবেষক আবদুল আলীম, গবেষক এম এ মোনায়েম এবং কবি মঈন মুনতাসীর।
বিকেল ৫টায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করেন 'একুশে বইমেলা ২০২৫’ এর সদস্য-সচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এদিকে মেলার শেষ দিনে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। এবার কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন কবি আল মুজাহিদী এবং সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২৪ পেয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক প্রদান করা হয়।
এছাড়া একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কারও প্রদান করা হয়।