Posts

চিন্তা

বাড়ি যাও তর্ক করো না!

March 1, 2025

ফারদিন ফেরদৌস

122
View

হেই জেলনস্কি আমার হোয়াইট হাউজে বইসা আমার মুখের ওপর তর্ক করো? হাউ ডেয়ার ইউ ম্যান? তোমার জানা উচিত ছিল ভ্লাদিমির পুতিন বরাবর আমার কাছে ফেরেশতা। তুমি সেই স্বর্গীয় অ্যাঞ্জেল লইয়া কটু কথা কইবা এইটা আমি এবং আমার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স নয় শুধু সিঙ্গেল আমেরিকানও মানবে না। মনে রাখবা, আমেরিকা কোনোপ্রকার 'তর্ক' সহ্য করে না, কেবলই হেজেমনি ঢেলে দেয়। তোমার পোষালে ওকে, না পোষালে গো টু হেল!

জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব অনুভব করে না কারণ দু’দেশের মধ্যে "মহাসাগর" রয়েছে। তবে ভবিষ্যতে এর প্রভাব পড়বে।

ট্রাম্প উচ্চস্বরে বলেন, "তুমি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছ। তুমি এই দেশের প্রতি অসম্মান দেখাচ্ছ। মার্কিন সহায়তা ছাড়া তুমি এতটা শক্তিশালী হতে না। হয় চুক্তি কর, নয়তো আমরা চলে যাব।"

ইউক্রেনের বিরল খনিজ সম্পদে মার্কিন প্রবেশাধিকার নিয়ে আলোচনা ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। ট্রাম্প দাবি করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের দেওয়া ৬৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তার বিনিময় হবে। তবে ইউক্রেনের কিছু খনিজ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে।

জেলেনস্কি মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিরাপত্তা নিশ্চয়তার দাবি করায় ট্রাম্প ভীষণভাবে ক্ষুব্ধ হন। জেলেনস্কি ট্রাম্পকে "Russia's Disinformation Nightingale" বলে অভিযোগ করলে ট্রাম্প তাঁকে "Unelected Dictator" তথা 'নির্বাচনবিহীন স্বৈরশাসক' আখ্যা দেন।

যদিও পরবর্তীতে জেলনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেয়ার বিষয়ে ওভাল অফিসে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, 'আমি এটা বলেছিলাম? আমার মনে হয় না, আমি এটা বলেছি!'

এদিকে এই ঘটনার পর বিশ্বের প্রায় সকল গণমাধ্যম ব্রেকিং হিসেবে প্রচার করেছে। USA Today তাদের শিরোনাম করেছে, "No suit, no lunch, no respect: Zelenskyy-Trump feud started with a fashion dig!"

Axios লিখেছে, "Trump sent Zelensky home with no deal and no meal."

CBS News'র শিরোনাম, "Zelenskyy's White House meeting ends in blowup with Trump and Vance over Ukraine's future!"

BBC শিরোনাম করেছে, 'The Fight House' and 'Meltdown in Oval Office'!

মোদ্দাকথা হলো, ট্রাম্প জেলেনস্কিকে কোনও চুক্তি ছাড়াই এবং কোনও খাবার ছাড়াই সরাসরি বাড়ি পাঠিয়ে দিয়েছেন। যাকে পরিষ্কার বাংলায় বলা যায়, স্পষ্ট গলাধাক্কা!

ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে মিস্টার জেলনস্কি কমেডিয়ান হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন। তাঁর বোঝা উচিত ছিল মার্কিনিরা কমেডি করতে একদম পছন্দ করে না। জ্বালানি, অর্থনীতি ও রাজনীতির দখলদারিত্বের ভিতর দিয়া কোনো একটি কাঙ্ক্ষিত দেশ বুঝে নেয়ায় আমেরিকার 'সিরিয়াসনেস' বিশ্বসেরা।

লেখক: সাংবাদিক 
০১ মার্চ ২০২৫

Comments

    Please login to post comment. Login