Posts

বাংলা সাহিত্য

ঝিলিমিলি

March 1, 2025

আফরোজ মেহরুবা

46
View

'ঝিলিমিলি' কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি নাটক। নাটকটি তিনটি দৃশ্যে বিভক্ত। নাটকটিতে চরিত্র মোট পাঁচটি – প্রধান চরিত্র ফিরোজা নামে ষোল বছরের একটি মেয়ে (নাটকে মাঝে মাঝে তাকে ফিরোজ নামে ডাকা হচ্ছে), ফিরোজার মা হালিমা বিবি, ফিরোজার বাবা চৌধুরী সাহেব, ফিরোজার প্রেমিক হাবিব ও ডাক্তার।

নাটকটির প্রথম দৃশ্য শুরু হয় চৌধুরী সাহেবের দোতলা বাড়ির উপর তলায় রোগ শয্যায় শায়িতা মেয়ে ফিরোজাকে নিয়ে। এখানে মাতৃস্নেহ যেন মূর্ত হয়ে ওঠে বর্ষাকালের একটি সন্ধ্যায়। বাবার কঠোর শাসন থাকা সত্ত্বেও ফিরোজা বারবার তার মাকে অনুরোধ করতে থাকে পুব দিকের জানালাটা খোলার জন্য। কিন্তু তার মা প্রথমে দক্ষিণ দিকের ও পরে পুব দিকের জানালাটা খোলেন। পুব-জানালা খুলে দিতেই ভেসে ওঠে সম্মুখের বাড়ির মৃদু-আলোকিত বাতায়ন, এখানেই ঝিলিমিলির রহস্য ফুটে ওঠে এবং শেষ হয় ফিরোজার বাবার হঠাৎ আগমনের মাধ্যমে।

এখানেই আমরা হাবিবের পরিচয় পাই যে বি,এ পাশ করলে ফিরোজার বাবা ফিরোজার সাথে তার বিয়ে দিবেন। পাশাপাশি খুবই সাবলীলভাবে বর্ষাকালীন সৌন্দর্যের অবতারণা ঘটায় এ দৃশ্যটি। 

অসুস্থ ফিরোজার কেন যেন বারবার অদ্ভুত মনোবাসনা হয় গান শোনার। দ্বিতীয় দৃশ্যে এক মিষ্টি স্বপ্ন দেখে অসুস্থ ফিরোজা। 

তৃতীয় দৃশ্যে হাবিবের বি,এ পাশের খবর নিয়ে সে আসে ঠিকই কিন্তু ফিরোজা মারা যায়। এখানে হাবিবের কন্ঠে কাব্যিক মাধুর্যে একটি গান খুঁজে পাওয়া যায় শেষের দিকে –

তোমায় চিনি চাঁদে আমি, তুমি আমায় তারায় চেন,
স্মরণ-পারের ওগো প্রিয় তোমায় আমি চিনি যেন!
...
নতুন চোখে প্রদীপ জ্বেলে চেয়ে আছি নিরিবিলি,
খোলো প্রিয় তোমার ঘরের বাতায়নের ঝিলিমিলি।

কবি এটিকে প্রেমিকের বিলাপ গীতি হিসেবে দেখিয়েছেন, যা ফিরোজার মৃত্যুর প্রাক-মুহূর্তে ভেসে আসে নাটকটিতে।
 

Comments