একটা চুম্বন
একটা চুম্বন,
নীরব অথচ গভীর।
ঠোঁটের কাছে অপেক্ষা,
অভিমান গলে পড়ে।
শরতের বাতাস,
হালকা শিহরণ জাগায়।
চোখ বুজলেই,
ভেসে ওঠে স্পর্শের আঁচড়।
সময় থমকে দাঁড়ায়,
ঘ্রাণ মিশে থাকে ত্বকে।
একটা চুম্বন,
নির্বাক ভাল বাসার কথা বলে।
*প্রতিমা রায়*
175
View