'শার্লট অব চিটাগং' চট্টগ্রামে তৈরি এ যাবত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন জাহাজ। ১৭৯২ সালে তৈরি এই জাহাজটি মূলত প্রমোদ তরী ছিল। কিন্তু ১৭৯৪ সালে চট্টগ্রামে অনুপ্রবেশকারী বার্মিজ সৈন্যদের বিরুদ্ধে কর্নেল এরস্কিনের অভিযানের সময় রসদ পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। জাহাজটি চট্টগ্রামের ইতিহাস থেকে মুছে গেলেও লন্ডনের গ্রীন উইচের মেরিটাইম মিউজিয়ামে তার ছায়া রয়ে গেছে। সেই ছায়া অবলম্বনে রচিত এই নিবন্ধ।