Posts

কবিতা

*আলিঙ্গনের কথা*

March 2, 2025

কবির গল্প

178
View


তোমার দু'হাতের উষ্ণ পরশ,
শীতের সকালে রোদের মতো,
নীরব ভাষায় বলে যায় শুধু,
ভালোবাসা, আদর, ব্যথার কথা।

চোখে চোখ রেখে বলার আগে,
আলিঙ্গনেই বুঝি সব বলা যায়,
সুখের দিনে, দুঃখের রাতে,
বুকে মাথা রেখে শান্তি পাই।

তোমার হাতের কোমল ছোঁয়া,
ভাঙা মনও জোড়া লাগে,
একটা আলিঙ্গন সব হারিয়ে,
আবার নতুন স্বপ্ন জাগে।

তাই আসো আজ, নিঃশব্দ ভাষায়,
একটা আলিঙ্গনে বেঁধে রাখি,
তুমি-আমি, ভালোবাসার ঘরে,
অনন্ত পথের সহযাত্রী থাকি।
*কলমে ~প্রতিমা রায়*

Comments

    Please login to post comment. Login

  • Master AK 9 months ago

    আরো চাই কবিতা