তোমার দু'হাতের উষ্ণ পরশ,
শীতের সকালে রোদের মতো,
নীরব ভাষায় বলে যায় শুধু,
ভালোবাসা, আদর, ব্যথার কথা।
চোখে চোখ রেখে বলার আগে,
আলিঙ্গনেই বুঝি সব বলা যায়,
সুখের দিনে, দুঃখের রাতে,
বুকে মাথা রেখে শান্তি পাই।
তোমার হাতের কোমল ছোঁয়া,
ভাঙা মনও জোড়া লাগে,
একটা আলিঙ্গন সব হারিয়ে,
আবার নতুন স্বপ্ন জাগে।
তাই আসো আজ, নিঃশব্দ ভাষায়,
একটা আলিঙ্গনে বেঁধে রাখি,
তুমি-আমি, ভালোবাসার ঘরে,
অনন্ত পথের সহযাত্রী থাকি।
*কলমে ~প্রতিমা রায়*
11
View