অনেক ভেবে-চিন্তে এক চিন্তা খুঁজে পাওয়া,
এরই মধ্যে যখন তখন আমার আসা যাওয়া,
মাঝে মাঝে মনটা আবার খারাপ হয়ে যায়,
আপন ভালো হলেই তবে জগৎ ভালো চায়।
আবার ভাবি চিন্তা করে আমার কি লাভ হবে,
চিন্তা যে নাই এমন করেই অন্য সবাই রবে,
আমি কি তাই চিন্তা ছেড়ে চিন্তা করি না-কি,
অনেক ভেবে-চিন্তে তবেই চিন্তা নিয়ে থাকি।
(সংগৃহীত)