১২ বছর পার করে অবশেষে ফিকশনের জগতে ফিরে এলেন নাইজেরিয়ার লেখক চিমামান্ডা এনগোজি আদিচি। আর একদিন পরেই তার নতুন উপন্যাস 'ড্রিম কাউন্ট' প্রকাশিত হবে। এটি তার চতুর্থ উপন্যাস।
এই উপন্যাসে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাইজেরিয়ান বংশোদ্ভূত ৪ জন নারীর গল্প বলা হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র চিয়ামাকা (চিয়া)। তার খালা তাকে প্রায়ই মনে করিয়ে দেন যে মাতৃত্বের জন্য তার সময় শেষ হয়ে আসছে। জিকোরা, একজন সফল আইনজীবী। কিন্তু তিনি উপলব্ধি করতে পারেন, তার আপাতদৃষ্টিতে নিখুঁত বিশ্ব বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছে। চিয়ার কাজিন ওমেলোগর, নাইজেরিয়ায় তার সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে কিন্তু তিনি আত্ম-আবিষ্কারের সঙ্গে লড়াই করছেন। এছাড়া রয়েছে চিয়ার গৃহকর্মী কান্দিয়াতো। তিনি আমেরিকায় পড়ালেখা করছেন এবং জীবনে উন্নতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন।
উপন্যাসটিতে আদিচির অন্যান্য উপন্যাসের মতই নারীত্ব, আত্ম পরিচয়, সাংস্কৃতিক দ্বন্দ্বের প্রতিফলন ঘটেছে। তবে এতে লেখকের নতুন দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়েছে। ড্রিম কাউন্ট ৪ মার্চ প্রকাশিত হবে।
গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে আদিচি পাঠকদের আশ্বস্ত করে বলেছেন, ‘এটি কোনো দুঃখজনক বই নয়। এটি আমার মায়ের সম্পর্কে। আর তিনি চান না তাকে উত্সর্গ করে লেখা বই দুঃখের হোক।’
উল্লেখ্য, চিমামান্ডা এনগোজি আদিচি নাইজেরিয়ার লেখক। তিনি উপন্যাস, ছোট গল্পের পাশাপাশি ননফিকশনও লিখেছেন। নারীবাদী এই লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হলো, পার্পল হিবিসকাস, হাফ অব অ্যা ইয়েলো সান এবং অ্যামেরিকানাহ। ২০০৬ সালে প্রকাশিত হাফ অব অ্যা ইয়েলো সান উপন্যাসের জন্য উইমেন’স প্রাইজ ফর ফিকশন পুরস্কার পান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান