Posts

কবিতা

অনিরুদ্ধ ৪

March 4, 2025

অনিরুদ্ধ রনি

249
View

অনিরুদ্ধ,
মানুষ হয়ে জন্ম নেয়ার সবচে  বড় কষ্ট কী জানো...?
বহু হারানোর ব্যথা বুকে নিয়ে নিত্য পথ চলতে হয়।
কেমন করে একে একে চলে যাচ্ছে --
সব চেনা- অচেনা জন পৃথিবীময়।
এতো হারানোর বেদনার মাঝে থেকে
আমরা কী অদ্ভুতভাবে হাসি,
আনন্দ করি, অন্যকে দুঃখ দিই, 
রাগে - ক্রোধে ফেটে পড়ি ;
সামান্য অপরাধও অমার্জনীয় করে তুলি। 
সমপর্কের বন্ধন ভাঙ্গি!

অথচ তুমি বলতে...
'ভালোবাসা কি গায়ের জামা 
যে ছিঁড়ে যাবে কিংবা পুরনো হবে! 
নাকি ধূলোবালি যে উড়ে যাবে! 
ভালোবাসা হলো হৃদয়ের সূর্য।
নিত্য জ্বলজ্বল করে, 
উত্তাপ ছড়ায়।
মনে শক্তি যোগায়! '

অনিরুদ্ধ, 
অন্তরের গহীনে আজ গভীর ক্ষরণ, 
মনে হয় সবই মিথ্যে সত্যি শুধু মরণ।
এতো লোভ, এতো স্বার্থপরতা
জীবনের যতশত কুৎসিতরূপ,রূঢ়তা
যদি সব ঝেড়ে ফেলে
শুরু করা যেতো নতুন করে!

অনিরুদ্ধ, 
কত আনন্দ কত বেদনার সাক্ষী এ হৃদয়,
তাই পরতে পরতে তৃষ্ণা জেগে রয়।
চারদিকে কেবল রুগ্নতা
বেঁচে থাকার তীব্র আকুলতা,
অসুস্থ পৃথিবী, অসুস্থ প্রতিযোগিতা।

অনিরুদ্ধ, 
তুমি নেই কত কত যুগ হয়ে গেলো! 
এতোসব অসঙ্গতি কেমন করে মেনে নিই বলো! 
তুমি ছাড়া কোথায় পাই সাহস,
কোথায় পাই শক্তি,
তাই মেলেনা মুক্তি!

কথা সাহিত্যক অনিরুদ্ধ রনি

Comments

    Please login to post comment. Login