Posts

কবিতা

আবার যেতে ইচ্ছে হয়

March 4, 2025

শরীফ এমদাদ হোসেন

140
View

আবার নান্দাইলের নরসুন্দার পাড়ে
একবার যেতে ইচ্ছে হয় খুব
প্রিয়জন হয়ে প্রিয়জনেরে পাঠাতে লেখা
স্পর্ধা ভেবে হাসে মন
বছর তিরিশ হয় চলে আসা, নাই কোন যোগাযোগ
আর কী হবেরে তার সাথে, এক লহমার দেখা??
তবু যেতে ইচ্ছে হয় একদিন, একবার--

একবার যেতে ইচ্ছে হয় খুব
বিরহকাতর মন আজও কাঁদে, আজও রাত জাগে
আজও মনে হয় নিশীথের তারার আলোয় 
আলোকের দীপ্ত শিখায়
হয়তোবা পাবো তারে নতুন করে--

যদি যাই, হয়ে যায় দেখা তার সাথে
চিনবে কী আমারে, ফোটা পুষ্পের রাতে?
বিরহ চিত্তে জিজ্ঞাসে একবার
বেদনার রঙে কেন জীবনকে রাঙাতে এলাম আবার?
বলবো হেসে, আমার অসমাপ্ত ছবি তুমি
তাই এঁকে যাবো চিরদিন চিরকাল 
আবার যেতে ইচ্ছে হয় একদিন, একবার--

Comments

    Please login to post comment. Login