যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর লংলিস্ট বা দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবারে (৪ মার্চ) প্রকাশিত এ তালিকায় মোট ১৬ টি বই জায়গা পেয়েছে। নাইজেরিয়ার লেখক চিমামান্ডা এনগোজি আদিচির নতুন উপন্যাস 'ড্রিম কাউন্ট'ও এই তালিকার জন্য মনোনীত হয়েছে।
ড্রিম কাউন্ট চিমামান্ডার চতুর্থ উপন্যাস। এটি চলতি মাসের ৪ তারিখ প্রকাশিত হয়েছে। ১২ বছর পর তিনি নতুন এই উপন্যাস প্রকাশ করেন। এতে নাইজেরিয়ান বংশোদ্ভূত ৪ জন নারীর প্রেম, বন্ধুত্ব, ট্রমা, বিয়ে এবং সন্তান ধারণের জন্য সামাজিক চাপের বিষয় তুলে ধরেছেন লেখক।
এর আগে ২০০৭ সালে ‘হাফ অব অ্যা ইয়েলো সান’ উপন্যাসের জন্য উইমেন্স প্রাইজ ফর ফিকশন জিতেছিলেন নাইজেরিয়ার এই লেখক। এছাড়া ‘পার্পল হিবিস্কাস’ এবং ‘আমেরিকানাহ’ উপন্যাসের জন্য যথাক্রমে ২০০৪ এবং ২০১৪ সালে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি।
নারী কথাসাহিত্যিকদের জন্য দেওয়া এই পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকা ২ এপ্রিল প্রকাশিত হবে এবং ১২ জুন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩০ হাজার পাউন্ড।
৩০তম উইমেন্স প্রাইজ ফর ফিকশনের এবারের তালিকায় চিমামান্ডা ছাড়াও আছেন মিরান্ডা জুলাই, এলিজাবেথ স্ট্রাউট, কারেন জেনিংস, লায়লা লালামি, ইয়ায়েল ভ্যান ডের উডেন, নুসাইবাহ ইউনিসের মত লেখক।
উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৯১ সালে বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় কোন নারী লেখকের নাম না থাকায় অনেকে আপত্তি জানিয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে কেবল নারী লেখকদের জন্য এই পুরস্কারটি চালু করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান