গত ২-রা ফেব্রুয়ারির একটি ঘটনা। চট্রগ্রাম আরো একটি মব জাস্টিস প্রত্যক্ষ করল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে গ্রেফতার করা হয় বরের বাবাকে। কারণ তিনি আওয়ামী লীগের একজন নেতা।
ঠিক এর দুই দিন আগে ৩১ জানুয়ারি, সমন্বয়ক এবং নাগরিক কমিটির নেতা সারজিস বিয়ে করেছেন। তার বাবা আক্তারুজ্জামান সাজু আটোয়ারীউপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকসহ আরো দুটি কমিটির নেতা। তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলনা? সারজিস সরকারের অংশ অথবা তার সমন্বয়ক কোটা রয়েছে তাই?
আইনের শাসন তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হল? পরিবর্তন পরিবর্তন করে যারা মুখে ফেলা তুলে এসব কর্ম করে যাচ্ছে আর সরকারের সহায়তা নিয়ে রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠনে ব্যস্ত তাদের থেকে কি অশ্বডিম্ব পাওয়া যাবে সেটা দেখতেছি আর সামনেও ফাইনাল খেলাটা দেখব।
চলবে…।।