Posts

কবিতা

নয়নতারা

March 5, 2025

শরীফ এমদাদ হোসেন

104
View

বাড়ি থেকে বেরিয়ে পাড়ার রাস্তার মোড় পেরোলে  আমার মা'কে যখন আর দেখা যায় না, তখন আমার ভেতরে বৃষ্টি নামে
ঝাপসা দেখায় প্রতিভার চোখ, পথঘাট।
পাখির বাসা মন টানে না , হলদে নদী ভালো লাগেনা দিগন্ত আমার মন ছোঁয় না
মা' কে যখন আর দেখা যায় না।

পাতার বাঁশী বাজিয়ে বেলা শেষে বন্ধু অখিলেরা ফিরে আসে, ফেরে হাটের মানুষ, গাঁয়ের স্বজন...
মনের ভেতর মেঘ হলে আকাশের সাথে আমারও কান্না আসে।
দুঃখ শেষে বাড়ি ফিরে আবার দুঃখ পাই
মন ভুলানো আমার স্বর্গ নাই, আমার অভিমান নাই, আমার শৈশব, কৈশোর.......

কোন এক কবি কয়, "কবরের মাটিতে নয়নতারা ভালো ফোটে। " তারও কি মায়ের কবর?
তার মা তাকে বলতো কিনা, "তুই আমার নয়নের তারা ফোটা ফুল থোকা থোকা!  "

নয়নতারা লাগাতে চাই 
মা, তোমার নয়নের তারা হয়ে থাকতে চাই
তুমি আসবে না? 
★★★★★★★★★★★★★★★★

Comments

    Please login to post comment. Login

  • Selina Bithi 9 months ago

    আপনি অনেক ভালো কবিতা লেখেন। আরও এগিয়ে যান