Posts

নিউজ

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর লংলিস্ট প্রকাশ

March 5, 2025

নিউজ ফ্যাক্টরি

22
View

যুক্তরাজ্যের বার্ষিক সাহিত্য পুরস্কার উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর লংলিস্ট বা দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবারে (৪ মার্চ) প্রকাশিত এ তালিকায় মোট ১৬ টি বই জায়গা পেয়েছে। 

৩০তম উইমেন্স প্রাইজ ফর ফিকশনের এবারের লংলিস্টে চিমামান্ডা ছাড়াও আছেন মিরান্ডা জুলাই, এলিজাবেথ স্ট্রাউট, কারেন জেনিংস, লায়লা লালামি, ইয়ায়েল ভ্যান ডের উডেন, নুসাইবাহ ইউনিসের মত লেখক।    

নারী কথাসাহিত্যিকদের জন্য দেওয়া এই পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকা ২ এপ্রিল প্রকাশিত হবে এবং ১২ জুন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩০ হাজার পাউন্ড।

উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৯১ সালে বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় কোন নারী লেখকের নাম না থাকায় অনেকে আপত্তি জানিয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে কেবল নারী লেখকদের জন্য এই পুরস্কারটি চালু করা হয়।

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৫ এর লংলিস্ট নীচে দেওয়া হলো:  

১. আরিয়া আবের - গুড গার্ল

২. ক্যালিয়ান ব্র্যাডলি - দ্য মিনিস্ট্রি অব টাইম

৩. লায়লা লালামি - দ্য ড্রিম হোটেল

৪. নুসাইবাহ ইউনিস - ফান্ডামেন্টালি

৫. জেনি ডাইচেস - সামহয়ার এলস

৬. সারাইদ ডি সিলভা - আমা

৭. কারেন জেনিংস - ক্রুকড সিডস

৮. মিরান্ডা জুলাই - অল ফোরস

৯. সানাম মাহলুদজি - দ্য পারসিয়ানস

১০. চিমামাণ্ডা এনগোজি আদিচি - ড্রিম কাউন্ট

১১. রোসিন ও'ডোনেল - নেস্টিং

১২. রোজানা পাইক - অ্যা লিটল ট্রিকারি

১৩. রোজ রুয়ান - বার্ডিং

১৪. লুসি স্টিডস - দ্য আর্টিস্ট

১৫. এলিজাবেথ স্টাউট - টেল মি এভরিথিং 

১৬. ইয়ায়েল ভ্যান ডের উডেন - দ্য সেফকিপ 

Comments

    Please login to post comment. Login