পোস্টস

চিন্তা

সুপ্ত ইচ্ছা

১১ সেপ্টেম্বর ২০২৩

মোহাম্মদ আলী রাজ

মূল লেখক মোহাম্মাদ আলী রাজ

একদিন খুব ভোরে ডাকপিয়ন সাজে সাইকেল'র ঘণ্টি বাজিয়ে তোমাদের বাড়ির সামনে শ্বেত পাথরের রাস্তায় হেটে যাবো।
নীল খামে খুশির রঙ পৌঁছে দিব সবার ঘরে।

একদিন রাইফেল হাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো,সবুজের মাঝে লাল বৃত্ত নিয়ে। পশুশ্রেণীর মানুষ গুলোর লাশ গুনবো এক এক করে।

একদিন মস্তিষ্কের হাইপোথেলামাস ইন্দিয় কেটে বাদ দিব। তারপর ঘুরে বেড়াবো কাছের মানুষ গুলোর আশেপাশে।

ঝরে যাওয়া শুকনো পাতা গুলো এক বিকালে কাচের বৈয়ামে ভরবো। প্রতিদিন তাতে পানি ঢালতে থাকবো নতুন প্রানের আশায়।

সমুদ্রের বালুচরে নিজেকে মিশিয়ে সূর্যাস্ত দেখবো একদিন। সূর্যাস্তের তালে চিরতরে ঘুমিয়ে পড়ব অন্ধকার সমুদ্রে।

অদৃশ্য হয়ে ফিরে আসবো তোমাদের নগরী'তে। পরিচিত চায়ের দোকানে সকাল সন্ধ্যা বসে থাকবো।
অসময়ে তোমার বাড়ির সামনে গিয়ে ঝিঁ ঝিঁ পোকার মুখ চেপে জানান দিব ফিরে এসেছি আর একবার।ফিরে এসেছি সন্ধ্যার মধুর ঈষৎ নবীন বাতাসে ভেসে।