ছোট বেলায় ভাবি আমি,
টাকার পেছন মানুষ কেন ঘোরে ভাই।
টাকা এমন কী জিনিস
টাকা ছাড়া জীবন নাকি চলে না।
পকেটে টাকা না থাকলে
প্রেমিকা নাকি চলে যায়।
যা ধুর ভাল্লাগে না,
তা আবার হয় নাকি?
হলাম বড়ো
বুঝলাম আমি,
টাকার খেলাই,
বড়ো খেলা।
টাকা আছে যার,
নিচে পড়ার ভয় নেই তার।