বাংলাদেশের পুরুষরা যদি সত্যিই উন্নততর স্তরে পৌঁছাতে চায়, তবে তার মগজকে কাজে লাগাতে হবে। নারীকে "নিয়ন্ত্রণের বস্তু" নয়, বরং "মানুষ" হিসেবে দেখতে হবে। ধর্মকে যৌন হীনম্মন্যতার ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নারীকে নয়। যদি তা না পারে, তাহলে এই পুরুষেরা আজীবন নিম্নাঙ্গের দাস হয়েই থাকবে।