আমাদের সমাজে কিছু মানুষ আছে , যারা কোনো
কালো মেয়ে দেখলে, তাদের সামনেই নিন্দা করে।
একবারের জন্যও ভাবে না, মেয়েটি কি আমার কথায়
কষ্ট পেল? বা আমার এই কথায় নিজের উপর আঘাত করবে, কষটে দুঃখে নিজেকে শেষ করে দেবে না তো?
কালো মেয়েদের সবসময়, রাস্তায়, সস্কুলে, কলেজে
কেন শুনত হয়, দ্যাখ ; পেতনির মতো দেখতে,
কি কালো ছিঃ।
ধিক্কার জানাই এই সমাজের মানুষকে।
তারা নিজের বেলায় ১৬আনা আর অন্যের বেলায় ১ আনাও ভাবে না।