জন্মের পর কোলে দোলায়,
চোখ মেলে দেখি কে ইনি।
মাস যায়, দিন যায়।
শিখি পরে ভাষা আমি।
জানলাম পরে বাবা তুমি।
যাচ্ছে দিন কেটে যায়
হলাম আমি বড়ো।
বুঝলাম বাবার মর্যাদা
সবার থেকে উচু।
জন্মের পর কোলে দোলায়,
চোখ মেলে দেখি কে ইনি।
মাস যায়, দিন যায়।
শিখি পরে ভাষা আমি।
জানলাম পরে বাবা তুমি।
যাচ্ছে দিন কেটে যায়
হলাম আমি বড়ো।
বুঝলাম বাবার মর্যাদা
সবার থেকে উচু।
আমার কাছে বাবা মানে ছিলো আতংক