ফুলের মতো নিষপাপ
গহিনের চাপা ফুল।
ঝর্ণার মতো চঞ্চল
তোমার হাসি।
সত্যের মতো জল জল
তোমার চোখের মনি।
সাগরের মতো সাদা
তোমার মন।
কোকিলের মতো
কন্ঠ তোমার।
তোমার মনে ডুবে
বেসেছি তোমায় ভালো।
ফুলের মতো নিষপাপ
গহিনের চাপা ফুল।
ঝর্ণার মতো চঞ্চল
তোমার হাসি।
সত্যের মতো জল জল
তোমার চোখের মনি।
সাগরের মতো সাদা
তোমার মন।
কোকিলের মতো
কন্ঠ তোমার।
তোমার মনে ডুবে
বেসেছি তোমায় ভালো।
কবিতা ভালো লাগলে বন্ধুদের সাথে shear করুন