আমি কয়েকদিন হয়েছে লেখালেখি শুরু করেছি।
আমার নিজের প্রশংসা নিজেই করছি,
আমি ভালো আকঁতে পারি, গান গাইতে পারি, নাচতে পারি, গল্প ঠিক কতটুকু লেখতে পারি তা জানি না,
কবিতা কি ভালো হয় নাকি জানি না।
আমার ইচ্ছে আমি বড়ো হয়ে পাইলট হবো।
আমার জন্য সবাই দোয়া করবেন।
অন্যান্য ছেলে মেয়েদের মতো আমিও আমার
বাবা-মা এর মুখ উজ্জ্বল করতে চাই।
আমার ইচ্ছে আমি ইনদোনেশিয়াতে পড়াশোনা করতে যাব।
আশা করি সবাই আমার লেখা পছন্দ করবেন।
সবাই পাশে থাকবেন।