সবার দাদা - দাদি থাকলেও। আমার শুধু দাদি আছে।
আমি কখনও আমার দাদা কে দেখিনি, দাদার আদর যে কেমন হয়, তা আমার জানা নেই।
আমি তো আমার নানা, নানু কেও দেখিনি।
কারন আমার মা ছোট থাকতে, নানা বিদেশে রোড, এক্সিডেন্ট এ মারা যায়, আমার মা ও নানা কে খুব কমই দেখেছে, আমিতো দুরের কথা।
তবে নানা মারা যাওয়ার অনেক বছর পর নানু ফজরের সময় রোজার মাসে মারা যান। তখন আম্মুর বিয়ে হয়েছে,আর আমার আপু, ভাইয়া আমার নানু, দাদা, তাদের কে দেখেছে, আমি দাদি ছাড়া কাওকেই দেখিনি আমার আপছোছ।
তবে দাদি আমার গ্রামে থাকে, গ্রাম থেকে ঢাকায় আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, তাই
মাঝে মাঝে নানা, নানু, দাদা এনাদের কথা ভুলে থাকি।