Posts

কবিতা

জীবনসুখ

March 8, 2025

নীলাদ্রি হিমু

60
View

তাকিয়ে ছিলাম সুখের খোঁজে 
সুখ যে সে রে সোনার হরিণ 
খুঁজে কি আর পাবো তারে ?
ভাবছি বসে একা একা 
পাবো কি আর সুখের দেখা ?
শৈশবের সেই দিনগুলো যে 
যাচ্ছে দূরে মেলে পাখা ।
ভাঙছে মন, গড়ছে আবার
এইতো জীবন, নয় সে তার
জীবন ভেলা যাচ্ছি নিয়ে 
মাঝি হয়ে করছি পার । 
জানি না আর কতদূর 
এই জীবনটা চলবে আর ?
ভাবছি বসে এখনও যে 
যাচ্ছি কথায় ? করছি কি পার ?

Comments

    Please login to post comment. Login