Posts

উপন্যাস

Romantic&Thrilling

March 8, 2025

Naima Sultana

84
View

#আমি সেই বৃষ্টি'

-নাঈমা সুলতানা

পর্ব-১:

#জানালার গ্রিলে মাথা রেখে অদূর হতে ভেসে আসা সোডিয়ামের টিমটিমে হলদে আলোয় দৃষ্টিফেলে চুপচাপ আদুরে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে বসে আছে হুমায়রাহ।বাড়িটি ৩ তলা বিশিষ্ট।তারা থাকে ২য় তলায়।

-কিরে বৃষ্টি,এখানে একা একা বসে আছিস?ওদিকে সবাই চানাচুর মাখা খেয়ে ফেলল যে?

*তনির এমন হাকডাক শুনে হুমায়রাহ চেতে গেল→

হুমায়রাহ→কতবার বলেছি তোকে বৃষ্টি নামটা ডাকবি না!কেন বার বার এই নামটা ডাকতে হবে তোর?

তনি→এমন করিস কেন রে?নামটা কি খুব খারাপ?এই নামটাতে এমন কি আছে যে এই নামটা শুনতে চাস না?

*হুমায়রাহ আবার অন্যমনস্ক হয়ে গেল!কি করে বলবে সে সবাইকে যে এই নামটা তার জীবনের সব সুখ,সব আনন্দ কেড়ে নিয়েছে!

তনি→কিরে,আবার কোনজগতে চলে গেলি?বললি না তো,কি এমন আছে এই নামে যে এত সুন্দর নামটা শুনতে চাস না!

হুমায়রাহ→বাদ দে,কেন এসেছিস?

তনি→তোকে ডেকে আনতে!সবাই তো চানাচুর মাখা খেয়ে শেষ করে ফেললো!জলদি আয়!

*হুমায়রাহ হাসলো!এই মেয়েটা এতো চটপটে!কোথাও একদন্ড বসার সময় ওর নেই!কিন্তু এতরাতে সবাই চানাচুর মাখা করলো কেন?এইতো খানিক আগে সবাই মিলে রাতের খাবার খেলো।তাহলে এখন আবার চানাচুর মাখা করলো কেন?

হুমায়রাহ→এদের মাথায় যে কি ঘুরে না!দেখে আসি সব পাগল আবার কি পাগলামি শুরু করলো!

চলবে……

Comments

    Please login to post comment. Login