সাধুর নগরে কুফরের চাষ, নামে সাধু, নামে বাপ!
হাতে তসবীহ গলায় মালা; পাগলা সাধু, সাধু বালা
সুফীজমের কপালে হাত এ কেমন সাধু, এ কেমন জাত!
জাদুর জগতে সিদ্ধ পাকু, মুখে বাবু নরম সাধু
জগত উদ্ধারে দায়িত্ব নিয়ে বুলি ফুটে ঠোঁটে মুখে
খোদার দীদার রাসূল সবার চিনতে পারার শুধুই অভাব!
সাধু বলে এসো সবে, বসে আমার খানকা তলে
পাবে তুমি আমায় মিলে রাসূল আল্লাহর সিফত!
নিজের গুণে পঞ্চ মুখে, কুফর জাদু অন্য মনে
লোভের পাপ আছড়ে পরে নিজের মনন জগতে
হিংসা ধ্বংস নিত্য কর্মে, চলে ব্যস্ত দিব্য যত্নে
পরশ্রীতে চুপিসারে ঘিরে আছে রজনী ভরে
কথার ফাঁদে সরল মনে রেখা আঁকে প্রাণপণে
জায়গা করে ভোগের নেশা, সিদ্ধ সাধুর মনে ব্যথা
বৃদ্ধ সাধু নটের মত, ভোগে মত্ত, তরুণীর শরীর নরম পথ্য
মুরিদ ফরিয়াদে ব্যস্ত, অন্ধ ভক্ত ; জাদু সিক্ত!
চোখে লাগে না, তার মনে লাগে না ; শরীর ভোগে কেমনে সাধু সিদ্ধ হস্ত!
সুফিজমের নামের বাপ, জাত উদ্ধার তার, গোষ্ঠী উদ্ধার
ভন্ড সাধু কুফরের বাপ, খেলার জন্য সুফি আনা
খেলে খেলে সাধু যে করে লাভ ষোল আনা
সাধুর বাজারে নরক এসেছে, নটরাজের মত ঘুরিয়েছে
চুষে খেয়ে নিঃস্ব করে, ছেড়েছে পথে যমের সাথে
চোখের জ্বলে সম্ভ্রম ভাসে, খোদার দীদারে গিয়ে জীবননাশে ;
কুফর চাষী উচ্ছ্বাসে ভাসে!
ডাঃ মোঃ তরিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
তারিখঃ ৬/৯/২৪