অতৃপ্তির বুকে যে ঘুমায়
তৃষ্ণা মেটায় সৃষ্টিতে।
আমাকে কি প্রয়োজন?
তুমিও কি একা
আমার মত
থাকো আনন্দের মুখোশে?
সৃষ্টি কেন আবার
পুর্ণতা আসেনি?
নাকি তোমার প্রসব বেদনা জাগে
নিউরনে আলোড়ন তোলে পোকারা।
সৃষ্টিতে কেন তৃপ্তি খুজো?
ঢেলে দাও মাটির বুকে
কূটিলতার বীজ
হাহাকারের অসম্ভব নেশায়
বসন্ত ফিরে আসে।
উদাস মনে মাতো
অতৃপ্তি ঘোচাতে
আবার সৃষ্টি ভেদের উল্লাসে।