নিরব ভালোবাসা
তুমি যখন দূরে থাকো,
শব্দহীন রাতগুলো গভীরতর হয়,
হৃদয়ের অলিন্দে বেজে চলে
একটা অদৃশ্য সুর।
তোমার চোখের আকাশে
যতগুলো তারা ঝলকে,
আমার প্রতীক্ষার সন্ধ্যাগুলো
ততবার জ্বলে ওঠে,
আবার নিভেও যায়।
আমি শব্দে শব্দে সাজাই
নীরবতার গল্প,
তুমি বুঝবে কি?
বুঝবে কি, কীভাবে
ভালোবাসা কখনো কখনো
নিঃশব্দেও চিৎকার করে?
তুমি আসবে বলে
সব অনুভূতিকে সাজিয়ে রাখি,
তুমি এলে,
হয়তো একদিন—
আমার নিরব ভালোবাসাটাও
তোমার হৃদয়ে শব্দ খুঁজে পাবে।