Posts

পোস্ট

মৃত বসন্ত

September 11, 2023

শাহরিয়ার কবির

Original Author শাহরিয়ার কবির

154
View
আজ এই শীতের আমেজে
তোমাকে একটা বিরহ বিচ্ছেদের কাব্য বলতে
আমার এই অন্ধকার কুঠুরিতে আহ্বান করেছি।
দেখো,
কাঙাল ছোটোবেলায়‌ বস্ত্রহীন কোনো শীতের পর
আমাদের এখানে বসন্ত-টসন্ত আসতো না।
তাই প্রেয়সীর উত্তরী হতে কষ্ণচূরার রং
কিংবা স্তন হতে বকুলের সুবাস ছুটতো না।
তবে কোনো এক বিরহের তরী করে
এখানে মাঝে মাঝে বন্যা-টন্যা আসতো।
তবুও সেখানে সুখ ছিলো
কেননা সেখানে আবার ভালোবেসে ঘর বাঁধা হতো।
কিন্তু আজ‌ এতো বসন্ত বিলাসের পরও
আমি কেমন যেনো কোথাও সুখ পাইনা।

তাই জানো,কখনো কখনো তোমার বিরুদ্ধে 
যুদ্ধ ঘোষনা করতে বড্ড ইচ্ছে হয়।

Comments

    Please login to post comment. Login