Posts

গল্প

কাক ডাকছে ২০৫০ সালে (Premium)

May 20, 2024

জাহিদুল ইসলাম সবুজ

1
sold
তাসরির সঙ্গে পরিচয় একটা ভেজা রোদের বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি কেন জানি উদ্যানের তেলাপিয়া মাছের দৌড়াদৌড়ি দেখছিলাম। যে সময়ের কথা বলছি তখন সোহরাওয়ার্দী উদ্যান ছিল গাঁজা খাওয়ার স্বর্গরাজ্য। আর্ট কালচার করতে চাওয়া বা করার ভান করতে চাওয়া কিংবা ব্যর্থ আর অব্যর্থ বহু রকমের মানুষের আড্ডা আর গাঁজার গন্ধে একটা স্বর্গীয় রূপ ধারণ করত উদ্যান। গাঁজাসহ কাউকে ধরতে পারা যেখানে পুলিশের জন্য ঈদের দিনের মতো। কিন্তু সেখানকার চিত্রটা ছিল ভিন্ন। সেখানে সবাই যেন পুলিশ প্রটেকশনেই গাঁজা খেতে পারত। নেই কোনো বাধা নেই কোনো দাদা এমন আরকি। এক পাশে প্রেম, আরেক পাশে প্রেমের ব্যর্থতায় শত মানুষের মন খারাপের চোখ , সব সাক্ষী এই সোহরাওয়ার্দী উদ্যান। ওখানকার এক বেদিতে একটা বড়সড় মেয়ে বাচ্চাদের মতো কাঁদছে। আমার কেন জানি হাসি পেল দূর থেকে বড় একটা মেয়েকে কাঁদতে দেখে। এটা আসলে অমানবিকতা না। হাসি পেল এ জন্যই যে, মেয়েরা কানবে কেন! মেয়েরা কান্দাবে! এমন ফিলোসফি ছিল আমার। ভ্যাবলার মতো মেয়েটার কাছে গেলাম। ভাবলাম সিগারেট অফার করি। আবার মনে মনে ভয়ও লাগছিল। এই দুঃখভারাক্রান্ত সময়ে সিগারেট অফার করা অমানবিক বা বেশি ফাজলামিই হয়ে যায় না?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login