পরীক্ষার দিন সকালবেলা, মাথায় এল ঝড়,
বইয়ের পাতায় ধুলো জমে, পড়তে লাগে জড়!
মা যে বলে, “পড়তে বসো, বড় হতে হবে,”
আমি বলি, “কালকে পড়ি, আজকে একটু রবে!”
কালকে এসে দেখে গেল, পড়া যে এক বিন্দু,
পরীক্ষার হলে ঢুকেই দেখি, সব যেন অন্ধকার সিন্ধু!
প্রথম প্রশ্ন: "নেপোলিয়ন কে?" মাথায় শুধু ভয়,
ভাবছি আমি, "ঐ নামটা কি, পাশের বাড়ির নয়?"
দ্বিতীয় প্রশ্ন: "জল কেন বয়ে যায় নদীর বুকে?"
আমি লিখি, "কারণ ও তো, হাঁটতে শেখেনি বুকে!"
শিক্ষক দেখে হেসে বলে, "তোমার বুদ্ধি ভারী,"
আমি বলি, "আমার মাথায়, পড়াশোনা ক্বারি!"
শেষে মা যখন রেজাল্ট দেখে, হাতে নেন বেত,
আমি বলি, “পরের বার মা, হবো আমি সেট!”
(কিন্তু মনে মনে ভাবি আমি, পাশ করাটা কি কপালে লেখে?)