প্রজাপতির নাচ
রঙিন ডানায় আকাশ ছুঁয়ে,
প্রজাপতি নাচে ঝুঁকে।
ফুলের বনে, শিশির জলে,
খেলে তারা মনের ছলে।
হলুদ, নীল, লাল রঙ মেখে,
ওরা আসে দুলে বেঁকে।
হাসে ফুলের মধুর ছোঁয়ায়,
বাতাস গুনগুন গান শোনায়।
রোদ মেখে ওড়ে যে দল,
সন্ধ্যা হলে হারায় চল।
নতুন ভোরে রঙিন আলো,
আবার গায় খুশির মালা!