ঝরে পড়া প্রতিটি বসন্ত
বসন্তে ঝরে পড়া প্রতিটি পাতা যেন আমার প্রতিটি বসন্ত ।
আমারে করে তোলে উদাসীন অতীতের স্মৃতি গুলো জেগে উঠে ।
মনে পড়ে আশঙ্কার শংকা জয় করে ,তোমাকে প্রণয় নিবেদনের কথা ।
মনে পড়ে তোমার প্রকম্পিত অধর ;কিংবা আনন্দে বাঁধনহারা নয়ন যুগল ।
পূর্ণসুখ মানব জীবনে ক্ষণিক বহুবার আসে না ,
আমার ও আর আসবে না , যেমনটা তুমিও ফিরবে না ।
আমাকে প্রাণভরেই চেয়েছিলে কিন্তু তোমাকে আর নিতে পারলাম কই ।
তোমাকে ভালবাসি বলেই আর ভালবাসতে পারলাম না
আমার দুর্ভাগ্যের হাতে পারলাম না লাঞ্চিত করতে তোমাই ।
স্মৃতির উপর নির্ভর করেই চলতে হবে ,আমার বসন্ত যে ওখানেই ।