মেয়েরা পর্দা না করার কারণেই ধর্ষিত হয়; মাহরাম নিয়ে বের হয় না বলে ধর্ষিত হয়; আপনি মাছ ভেঁজে বিড়ালের সামনে রাখবেন, আর বিড়াল খেয়ে ফেললেই দোষ—এরকম কথা যারা বলছে, তারা অসৎ শ্রেণির প্রাণী। এরা জানে যে, তারা ভুল, তবু যে-কোনওভাবেই হোক উলটা-পালটা যুক্তি দিতেই হবে। এসব মানুষ, তাদের পরিবারের জন্য নিরাপদ নয়। এদের মা যদি শাড়ি পড়ে রাস্তায় একা বেরোনোর ফলে, ধর্ষিত হয়, তখনও এরা যুক্তি দেবে—আমার মা পর্দা করে নি, এবং মাহরাম নিয়ে বের হয় নি, তাই সে ধর্ষিত হয়েছে। যদি মাহরাম নিয়ে বের হতো, তা হলে তাকে ধর্ষিত হতে হতো না। তিনি ধর্ষিত হওয়াতে ধর্ষকদের কোনও দোষ নেই। দোষ তার। কারণ—তিনি একা বের হয়েছেন।
—অর্ক হিমাদ্রি