Posts

কবিতা

কিচ্ছু চাইনি আমি

March 11, 2025

শরীফ এমদাদ হোসেন

138
View

ইদানিং একটি গান মনের ভেতরে বাজে
"কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া"
অথচ কারো ভালোবাসা পেলাম কিনা ভাবিনি
স্বপ্নের আলিঙ্গনে ধ্রুবতারার মতো জীবনটা মিটমিটে জ্বললেও ভালো হতো, 
কর্পূর মতো উবে যাওয়া নয়, আঁধার নয়, কুয়াশাচ্ছন্ন নয়, লকলকে লাউয়ের ডগার মতো ফনা তোলা রোদ্দুরও নয়, বেঁচে থাকবার অনুষঙ্গ হলে ভালো হতো।

ভালো হতো ছায়া হয়ে, দেয়াল হয়ে, আলো হয়ে, হাসি নিয়ে কেউ এলে, কেউ সঙ্গ দিলে সময় ফুরানোর আগে চলে না গেলে।
ভালো হতো নিশ্বাসের অনুষঙ্গ হলে, ফুল হয়ে ঘ্রাণ হয়ে ফুটলে সম্মুখে।

ভালো হতো যদি না হতো চৌদিকে মেঘলা আকাশ
মেঘের ডম্বরু, নিঃসঙ্গ গেলাসে দুর্নিবার স্রোত, 
রঙ ফিকে ইতিহাস, গোধূলির স্নানে অনাহুত আগমন কারো।
ভালো হতো দৃষ্টিফোটা নীলাকাশ স্বচ্ছ নদী জল
বয়ে যাওয়া স্নিগ্ধ প্রেম শান্ত সুশীতল
ভালো হতো মাঝরাত বায়বীয় হাত ইশারায় নেড়ে নেড়ে
বারবার বলা
প্রেমহীন এ জীবন যায় না তো সম্মুখে চলা।

Comments

    Please login to post comment. Login