Posts

কবিতা

নামধারী পুরুষেরা

March 12, 2025

আহমেদ সাব্বির

238
View

নামধারী পুরুষেরা

আহমেদ সাব্বির

চারপাশে পুরুষের সংখ্যাটা কমই
চারিত্রবান পুরুষ নেই একদমই।
নারীদের চোখে যারা মর্যাদাবান
স্ত্রী জাতিকে যারা করে সম্মান।
নারীদের কল্যাণে হয় উদ্যমী।

পুরুষের আচরণ দেখি আজকাল
হিংস্র উন্মাদ হায়নার পাল!
শিকারের খোঁজে দেশ করে তোলপাড়
নিষ্পাপ শিশুকেও দেয় না যে ছাড়।

নামধারী পুরুষেরা 
হীন কাপুরুষ এরা 
চুল দাড়ি গোঁফ পেশী স্রেফ এনাটমি 
নারীদের ভাবে ঠিক এজমালি জমি ।

পুরুষের সংজ্ঞা কি? বলবেন নারী-
লম্পট ধর্ষক নিপীড়নকারী ?
পুরুষের বেশধারী পশু-নরাধমই 
আচরণ দেখলেই এসে যায় বমি ।
 

Comments

    Please login to post comment. Login