আমার মায়ের খালি ঝুমকার বাক্সে এখন একজোড়া স্বর্ণের ঝুমকা থাকে।
মা সেবার ঢাকা আসলেন, রবি কাকার বাসায় উঠেছেন।
মা রবি কাকার মেয়ে মিতুকে দেখে আমার জন্য পছন্দ করেন।
মিতুর সাথেই আমার বিয়ে হয়। মেয়েটা একসময় শাড়ি চেয়েছিলো তবে কে জানতো মিতু আমার কেনা লাল শাড়িতেই আমার বউ হয়ে আসবে?
This is a premium post.