"উঁহু। আগে তুমি আমাকে এমন ঝরঝরে ভাত রান্না করে দেখাও। তারপর আসব। আমার যোগ্যতার পরীক্ষায় আমি পাশ করছি। তোমার পালা। দেখি তোমার মাস্টার্স ডিগ্রি আর বস ভুলানো চাকরির বাইরে আর কী কী করতে শিখেছ। যদি ভাত রাঁধতে শিখতে পারো, তাহলে ভাইয়ার বাসায় এসো। চড়ের হিসাব বরাবর করে ফিরে যাওয়ার কথা ভাববো।"