Posts

কবিতা

আমার জীবন

March 12, 2025

Rocky Meraz

Original Author মোহাম্মদ রকি মেরাজ

126
View

তোমার জীবন আমার নয় রে 
আমার জীবন আমি 
তোমার কাছেই আমি কেবল 
মৃত্যু হলে থামি।

আমার বুকে আমি যত 
মনস্তাত্ত্বিক সমর্থিত 
সর্বগ্রাসি ফিসফিসানি 
অদরকারী অদরকারী।

প্রখরচিতা দোয়েল তুমি 
মাতাল মন আড়াল করে 
ভাঙাচোরা আবেগ লিখে 
ইষৎ উঁকি নকল করে 
মুক্ত হয়না কবি মনে।

জীবন নিয়ে বাহাদুরি 
বেঁচে থাকাই দরকারী 
বিদ্বেষ ফুটে পূর্বকালে
ঘৃণাব্যাঞ্জক জীবন ভরে
চূর্ণ বিচূর্ণ তুমি আমি 
আমার জীবন কেবল আমি।

বিদ্রোহ আস্ত ঘরে

জীবন নয় রে বাহাদুরে

সানন্দে স্রোতাবেগে 

প্রচেষ্টা এই আঁধারে 

মানবজীবন সমাহারে। 

দূর্গম অরণ্য জীবন যাদের

বনানীর তীব্র আবেগ 

তরঙ্গিত ঠোঁটের কাছে

বিদ্যুৎঝলক ইর্ষা হাসে। 

আত্মবিসর্জনের প্রবল ঢেউ — অনুভূতির তটহীন তরলতায় সংকীর্ণ আমাদের মন। 

এই ইর্ষাবিকল সন্দেহ ইতর মনোবৃত্তি 

স্বার্থরক্ষার প্রবল প্রচেষ্টায় অশরীরী সুর তুলে ;

সে আসছে আটপৌরে শাড়ি  পরে 

সাহিত্যের বালুচরে। 

পরবর্তী জীবনের সমস্ত সৌন্দর্য 

নবজাত প্রেমের উপর কস্তূর গন্ধ মেখে

জেগে ওঠে কামনার শিখা। 

প্রেমের দুঃসহ উত্তাপ জীবন থেকে জীবন 

লীলাময় চঞ্চল — দূর্গম অরণ্য, লবণাক্ত ভূমি, জলহীন কুয়ো। 

জ্বালাময়ী স্মৃতি সাপের মতো ফনা তুলে হৃদয় থেকে হৃদয়ে বিষ ছড়ায়। 

মৃত্যুর আগে অশোক ফুলের স্নিগ্ধ রঙ মেখে

বলতে শুনি আমি আমি শুধু আমি 

এইতো জীবন আমার জীবন 

জড়তায় সৃষ্ট প্রেমিক জীবন। 

Comments

    Please login to post comment. Login