Posts

নিউজ

অ্যাস্পেন লিটারারি প্রাইজের ফাইনালিস্টদের তালিকায় পার্সিভাল এভারেট

March 12, 2025

নিউজ ফ্যাক্টরি

40
View

অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ-২০২৫ এর জন্য পাঁচজন চূড়ান্ত প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ( ১২ মার্চ) অ্যাস্পেন ওয়ার্ডসের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।   

এবারের তালিকায় জায়গা পেলেন মার্কিন লেখক পার্সিভাল এভারেট। তিনি তার লেখা ‘জেমস’ উপন্যাসের জন্য এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। মার্ক টোয়েনের বিখ্যাত বই ‘অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’ অবলম্বনে জেমস উপন্যাসটি  লিখেছেন তিনি। এই বইয়ে হাকলবেরির বন্ধু ক্রীতদাস জিমের দৃষ্টিকোণ থেকে তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী বর্ণনা করা হয়েছে। এটি ২০২৪ সালে প্রকাশিত হয়।     

বেস্টসেলিং এই বইটির জন্য গত বছরের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড, কিরকাস প্রাইজ জিতেছেন এভারেট। এছাড়া বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পেয়েছিল বইটি।  

অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজের চূড়ান্ত তালিকায় এভারেটের জেমস ছাড়া আরও ৪টি বই মনোনয়ন পেয়েছে। এগুলো হলো, আফাবওয়াজে কুরিয়ানের 'বিফোর দ্য ম্যাঙ্গো রাইপেনস', টমি অরেঞ্জের 'ওয়ান্ডারিং স্টারস', রুবেন রেয়েস জুনিয়রের 'দেয়ার ইজ অ্যা রিও গ্র্যান্ডে ইন হেভেন', ইয়ায়েল ভ্যান ডের উডেনের ‘দ্য সেফকিপ’।

এদিকে ২৩শে এপ্রিল নিউ ইয়র্ক সিটির দ্য মরগান লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ-২০২৫ বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৩৫ হাজার ডলার।    

উল্লেখ্য, অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। যেকোনো জাতির লেখকের জন্য উন্মুক্ত এই প্রাইজ। সহিংসতা, অসমতা, লিঙ্গ, পরিবেশ, অভিবাসন, ধর্ম, জাতি বা অন্যান্য সামাজিক সমস্যাকে কেন্দ্র করে লেখা উপন্যাস বা ছোটগল্পের সংকলন এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।

সূত্র: লিটহাব 

Comments

    Please login to post comment. Login